মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় নিউইয়র্কে শোকরানা সমাবেশ


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন /
মনিরুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় নিউইয়র্কে শোকরানা সমাবেশ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ৬ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় শোকরানা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত সদর, সদর দক্ষিণ এলাকার জনগণ।
শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা মহানগর এসোসিয়েশন অব নিউইয়র্কের উদ্যোগে পৃথক দুটি সমাবেশ করা হয়।

“কুমিল্লা মহানগর এসোসিয়েশন অব নিউইয়র্কের” সভাপতি দেলোয়ার হোসেন ডেনিসের সভাপতিত্বে শোকরানা সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা আইন কলেজ ভিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল সুমন, বিএনপি নেতা শরীফ আহম্মেদ, কেন্দ্রীয় বিএনপি নেতা খলিল আহম্মেদ সহ নিউইয়র্কে বসবাসরত কুমিল্লা ৬ আসনের জনগণ।

বক্তারা বলেন, কুমিল্লা ৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। কুমিল্লার উন্নয়নে মনিরুল হক চৌধুরীর বিকল্প নেই।

তারা বলেন, আমরা বিগত সময়ে দেখেছি মনিরুল হক চৌধুরীর হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবনসহ অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সময় এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা কুমিল্লা ৬ আসনের জনগণ মনিরুল হক চৌধুরীকে নির্বাচিত করতে বদ্ধ পরিকর।