মুরাদনগরে স্কুল পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ


admin প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন /
মুরাদনগরে স্কুল পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

গণিতের প্রশ্ন দিলেন শিক্ষক। হুবহু মিল। শিক্ষার্থীর কাছে হাতে লেখা প্রশ্ন ধরা পড়লো স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির হাতে। ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডিআরএস হাই স্কুলের।

শনিবার সন্ধ্যায় ৬ষ্ঠ শ্রেনীর জনৈক শিক্ষার্থীর হাতে হাতে লেখা একটি প্রশ্ন পান স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য তাজুল ইসলাম। এসময় তিনি সেটির ছবি তুলে রাখেন এবং জানতে পারেন এটি স্থানীয় জয়দেব এর কাছ থেকে পেয়েছেন ওই শিক্ষার্থী। জয়দেব স্কুলের সাবেক স্টাফ অমর চন্দ্র দেবের ছেলে। এইচএসসি পাশের পর এলাকার শিক্ষার্থীদের টিউশনি করান তিনি। স্কুলে ১ম সাময়িক পরীক্ষা চলছে বলে জানা যায়।
এবিষয়ে স্কুলের শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য তাজুল ইসলাম বলেন, আমি প্রশ্নটি পেয়েছি এবং আজকে মূল প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখেছি হুবহু মিল রয়েছে। আমাদের একজন শিক্ষক কুমিল্লা থেকে প্রশ্ন সংগ্রহ করেন। বিষয়টি কি ঘটেছিল আমরা জানার চেষ্টা করছি, বিষয়টি ব্যবস্থাপনা কমিটিকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জয়দেব দীর্ঘদিন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। এবং তার কাছে পড়লে পরীক্ষার প্রশ্ন পাওয়া যায় এমন কথার জানাজানি রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

এ বিষয়ে কামাল্লা ডিআরএস হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, ঘটনা সত্য। আমরা এর পেছনে কারা জড়িত তা খুজেঁ বের করতে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের স্কুল স্বনামধন্য স্কুল এর সুনাম ক্ষুন্ন করতে যারাই অপকর্মে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।