চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
“শিক্ষা সহায়তাই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির উদ্যোগে শ্রীপুর ইউনিয়নের হোসেনপুর আল-ইক্বরা নূরানী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। শুক্রবার হোসেনপুর আল-ইক্বরা নূরানী মাদ্রাসায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হক, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি আবদুর রহমান, সদর দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি পিন্টু চন্দ্র সরকার। চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহপরান, সদস্য হাবিবুর রহমান, ইরফান।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হোসেনপুর আল ইক্বরা নূরানী মাদরাসা মুহতামিম মোঃ ফরিদ উদ্দিন।