কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ এর উদ্যোগে মাধাইয়া বাজারে ক্ষতিগ্রস্ত ৬০ জন ব্যবসায়ীর হাতে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদ, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, মাধাইয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল বাতেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর এক অগ্নিকান্ডে চান্দিনার মাধাইয়া বাজারে ৭৩ টি দোকান পুড়ে যাওয়ায় প্রায় ১১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :