কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশনের চড়ুইভাতি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) স্বপ্নচুড়া পিকনিক রিসোর্টে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন নেত্রকোণা জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, কুমিল্লা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহমুদা খানম শিল্পী, কুমিল্লা মেডিকেল কলেজের ফার্মাসিস্ট খায়রুল ইসলাম,নুভিস্তা ফার্মা কুমিল্লার সেলস ম্যানেজার মো: মাজহারুল ইসলাম, কুমিল্লা সংগঠনের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি শেখ মো: মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ইমন আকন্দ।
শেখ মো: মাহবুব হোসেন বলেন, আমরা সব সময় নেত্রকোণা থেকে আগত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি এই সংগঠন সকলের সহযোগিতায় অনেকদূর এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :