নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরকারি কর্ম কমিশনে (পিএসসির) পাঁচজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এদের একজন কুমিল্লার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস। এবার শিক্ষার্থীদের পক্ষে সাহসী ভূমিকা পালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের আলোচিত অধ্যাপক সায়মা ফেরদৌস। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তিনি সোচ্চার ছিলেন। এবারও কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকন্যা হিসেবেও উপাধি পান। ড. সায়মা কুমিল্লার প্রবীন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা বীরমুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর মেয়ে। ড. চৌধুরী সায়মা ফেরদৌস রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএর পর তিনি ইউনিভার্সিটি অব বার্মিংহাম, লন্ডনেও পড়াশুনা করেছেন।
আপনার মতামত লিখুন :