আবু সাঈদ:
কুমিল্লার চান্দিনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের চান্দিনা বাজারের বিভিন্ন অংশে ওই অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ চেক করে বিক্রয় মূল্যের সামঞ্জস্যতা নিরীক্ষা করা হয়। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ, মাংস ও ডিমের মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসাীদের নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে উপজেলা সদরকে যানজট মুক্ত করতে পৃথক পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। পৌরসভার একমাত্র হাট-বাজার চান্দিনা বাজারের প্রধান সড়কের পাশের্^র ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একই দিনে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারায় একজনকে ৩ হাজার টাকাসহ মোট ২টি মামলায় ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানীদের ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন। চান্দিনা থানা পুলিশ এতে সহযোগিতা করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো। আজকের অভিযান এরই অংশ।
অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল মুক্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, উপজেলা সদরের প্রধান সড়কটি যানজট মুক্ত করা হবে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন কুমিল্লা নিউজকে বলেন- অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল মুক্ত করতে মাইকিং করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই অভিযান পরিচালিত হবে। চান্দিনাকে যানজট মুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :