নাঙ্গলকোটে নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২২, ১:৩০ অপরাহ্ন / ১৭
নাঙ্গলকোটে নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রবিউল হোসাইন রাজুঃ

রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্স এর উদ্যোগে শনিবার সকাল ১০ টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী চৌমুড়ী রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্স প্রাঙ্গনে হেসাখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাবেয়া ইসলামীয়া কমপ্লেক্সের সভাপতি মাষ্টার আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সামছুদ্দিন আহমেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়েমছাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল লতিফ পাটোয়ারী, হেসাখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইকবাল বাহার মজুমদার, হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন, সমাজ সেবক ডাঃ তোবারক উল্লাহ্, নাঙ্গলকোট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন সোহাগ, সমাজ সেবক মফিজুর রহমান,
অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া কমপ্লেক্সের পরিচালক অহিদুল ইসলাম মজুমদার।

এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেসাখাল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার জালাল আহাম্মদ, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ড মেম্বার এমরান হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার কাজিম উদ্দিন, ১২৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুম বেগম, ৭৮৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার কুলসুম আক্তার সহ আগত অনন্য অতিথিবৃন্দ।