কুবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের আল্টিমেটামের পর এবার পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
রবিবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। যেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।
এর আগে গতকাল সন্ধ্যা ৭.৩০ টায় এক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে তাঁরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগের আল্টিমেটাম দেন। এরপর গতকাল পদত্যাগ করেন ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর শারমিন সুলতানা, অমিত দত্ত ও আবু ওবাইদা রাহিদ।
আপনার মতামত লিখুন :