কুবি প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার (২১ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন কুমিল্লার কৃতি সন্তান শিব নারায়ণ দাস। জাতি তার অনবদ্য এ অবদানকে গভীরভাবে স্মরণে রাখবে। বরেণ্য এই দেশপ্রেমিকের মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ।
এর আগে গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল সাড়ে ৯টায় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার, বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :