দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যারা


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ১:২৫ অপরাহ্ন /
দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যারা

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে চলতি বছরের ২৯ মে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে আওয়ামী লীগ, বিএনিপি, জামায়াতসহ রাজনৈতিক দল গুলোর প্রার্থী হচ্ছেন কারা। সুত্রমতে, উপজেলায় এবার নির্বাচনে ক্ষমতাসীন দলের সাংসদ কালাম সমর্থক ও সাবেক সাংসদ রাজী সমর্থকদের থেকে দেখা যেতে পারে আলাদা প্রার্থী।

আওয়ামী লীগের সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল অনুসারীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক নির্যাতিত জেলা ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী। প্রতীক না থাকলেও সাংগঠনিক দক্ষতা ও অতীত রাজনীতির বিবেচনায় কেন্দ্র থেকে আসতে পারে চৌধুরীর প্রতি সবুজ সিগনাল। এছাড়া সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম (ওমানী কাশেম), উপজেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু (ভিপি বাবুল), উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মান্নান মোল্লা রয়েছেন আলোচনায়।

বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ অনুসারীদের মাঝে রয়েছেন সাংসদের ছোট ভাই সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম কামাল (ভিপি কামাল) আওয়ামী লীগ নেতা কাইয়ুম ভূইয়া।
এছাড়া কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা রাসেল বিন সালাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য লোকমান ভূইয়া রাজু, উত্তর জেলা সদস্য সচিব মোছলে ইদ্দিন মোল্লাও আছেন প্রার্থীতার তালিকায়।

এই উপজেলায় দুই ভাগে বিভক্ত বিএনপি থেকেও দেখা যেতে পারে একাধিক প্রার্থী৷ যদিও নেতারা বলছেন তারা নির্বাচনকে বয়কট করবেন। উপজেলায় বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ মঞ্জরুল আহসান মুন্সীর ছেলে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী রয়েছেন আলোচনায়। ইতিমধ্যেই আসনটিতে প্রতিনিধি বাছাইয়ের গুঞ্জন চলছে জামায়াতের মধ্যে৷ আসনটিতে চেয়ারম্যান পদে প্রার্থীতা করতে পারেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ৷ এছাড়া জাতীয় পার্টি, ন্যাশনাল আওয়ামী লীগ থেকেও দেখা যেতে পারে এই নির্বাচনে প্রার্থী।

তবে অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনার এই উপজেলায় এবার হতে পারে চতুর্মুখী লড়াই। আওয়ামী লীগের দুই গ্রুপের সাথে মাঠে লড়বে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল চৌধুরী জানান, ‘এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও, দলীয় আওয়ামী লীগ একজন প্রার্থীকে সমর্থন দিবে। আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে আমরা তার হয়ে কাজ করবো’।

দেবিদ্বার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী জানান, ‘দলীয় সিদ্ধান্তে আমরা নির্বাচনকে বয়কট করছি। এখানে অংশ গ্রহনের প্রশ্নই আসে না। যদি দল থেকে সিদ্ধান্ত আসে, তখন চিন্তা করবো।’