চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে নির্যাতন, আটক ১


abbas প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন /
চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে নির্যাতন, আটক ১

বরুড়া প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে চৌত্তা পুকুরিয়া জনতা মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকালে এই নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় একটি দোকানের সামনে ঐ যুবককে একটি গাছের সাথে উল্টো করে রশি দিয়ে বেঁধে রেখে লাঠি দিয়ে আঘাত করছে ভাউকসার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম।

এই বিষয়ে হান্নানের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, জহির মেম্বার আমাকে কল দিয়ে বলেছেন হান্নান ব্যাটারি চুরি করেছে, তাকে আটক করা হয়েছে। আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি, যদি আমার ভাই অভিযুক্ত হয় তাহলে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু তারা নির্যাতন করেছে।

এই বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জহির বলেন, আসলে এটা ঠিক হয়নি। এলাকাবাসীর ক্ষোভ নিবারণে এ কাজ করেছি।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা জানার পর শনিবার সন্ধ্যায় ইউপি সদস্য জহিরকে আটক করেছি।