কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউটের মিলন মেলা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন /
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউটের মিলন মেলা অনুষ্ঠিত

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্ট:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের ৪৫ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ( ২৭ জুন) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা সম্পাদক মহিউদ্দিন লিটন।

মহিউদ্দিন লিটন তার বক্তব্যে বলেন, “রোভার স্কাউটিং কেবল শৃঙ্খলা নয়, এটি একটি জীবন দর্শন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার গ্রুপ যেভাবে নেতৃত্ব, সেবাব্রত ও জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, স্কাউট নেতৃবৃন্দ, প্রাক্তন রোভার ও বর্তমান রোভার স্কাউট সদস্যরা,

৪৫ বছরের গৌরবময় পথ চলার এই মাইল ফলক কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট গ্রুপের ভবিষ্যৎকে আরো গতিশীল ও উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে। স্কাউটিং এর চেতনাকে বুকে ধারণ করে এই সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাবে এটাই- সবার প্রত্যাশা