কুমিল্লায় আইদি পরিবহনের কাউন্টারে বোগদাদ পরিবহনের শ্রমিকদের হামলা, আহত ৬


admin প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন /
কুমিল্লায় আইদি পরিবহনের কাউন্টারে বোগদাদ পরিবহনের শ্রমিকদের হামলা, আহত ৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার জাঙালিয়া বাসস্ট্যান্ডে আইদি পরিবহনের কাউন্টারে হামলার অভিযোগ উঠেছে বোগদাদ পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে প্রশাসন আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে। এরপর সন্ধ্যার পর বোগদাদ পরিবহনের শ্রমিকরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আইদি পরিবহনের অন্তত ৬ জন স্টাফ আহত হন, যাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইদি ও বোগদাদ পরিবহনের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। আইদি পরিবহনের কিছু বাসের কাগজপত্র হালনাগাদ না থাকায় আদালতের নির্দেশে প্রশাসন তাদের পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে। কিন্তু পরবর্তীতে বোগদাদ পরিবহনের শ্রমিকরা আইদি পরিবহনের কাউন্টারে এসে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বোগদাদ পরিবহনের শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আইদি পরিবহনের ৫টি বাস ভাঙচুর করে।
পরবর্তীতে বোগদাদ পরিবহন এর শ্রমিকরা আইদি পরিবহনের বাস কুমিল্লা থেকে চলে যাওয়ার জন্য চাপ দিলে আইদি পরিবহনের বাসগুলো কুমিল্লা থেকে চলে যায়।

আইদি পরিবহনের চেকার জামান জানান, প্রশাসনের নির্দেশ মেনে তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছিলেন, তবে বোগদাদ পরিবহনের শ্রমিকরা কেন তাদের ওপর হামলা চালালো, তা তারা বুঝতে পারছেন না। প্রশাসন জানিয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় বোগদাদ পরিবহনের মালিক আব্দুল হক এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

আইদি পরিবহনের মালিক পারভেজ জানান,প্রশাসনের নির্দেশনা মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা পরিবহন বন্ধ রেখেছি,কিন্তু বোগদাদ পরিবহনের লোকেরা কেনো আমার কাউন্টার এবং পরিবহনের উপর হামলা করেছে তা আমার জানা নেই,আমি শীগ্রই আইনি পদক্ষেপ এ যাবো।

সংঘর্ষের ফলে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সাধারণ যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ সমস্যার সমাধান চান, যাতে জাঙালিয়া বাসস্ট্যান্ডে পুনরায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।