কোটবাড়িতে আহত ও শহিদদের স্মরণে এনসিপির গণইফতার


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন /
কোটবাড়িতে  আহত ও শহিদদের স্মরণে এনসিপির গণইফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ৭১ ও ২৪ এর আহত ও শহিদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গণইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর কোটবাড়ির চাঙ্গিনী এলাকায় এ গণ ইফতার এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেশ কয়েকজন শহিদের পরিবার এবং স্বজনরা অংশ গ্রহণ করেন। গণ ইফতারে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবদুল হক, প্রফেসর মাসুদ মজুমদার, সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ সেলিম, এনসিপি নেতা- ফারহা ইমদাদ, নাজমুল হক জিসান, জাহিদুল হক, জাফরিন হক প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং এনসিপি নেতা আবু রায়হান বলেন, বহু রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা কোনভাবেই জুলাই আগস্ট বিপ্লবের ফসল নষ্ট হতে দিব না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে আরো সংগ্রাম চালিয়ে যাব। নতুন করে যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাব।

তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যারা আহত এবং শহিদ হয়েছেন তাদেরকে আমরা সারা জীবন সামনে রেখেই এগিয়ে যাব। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।