নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় সৈয়দ সমাজকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় বিশেষ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ১০.৩০ টায় সংস্থার কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন পাঁচজন শিশুকে বিভিন্ন ঈদ সামগ্রী ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আতিকুর রহমান, সৈয়দ স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আকতার, সংস্থার সদস্য সৈয়দা খাদিজা আকতার, সৈয়দা ফাতেমা আকতার।
সৈয়দ আতিকুর রহমান বলেন, আমরা এই বছর প্রথম বারের মতো এই কার্যক্রম শুরু করেছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করবো। এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :