আবু সাঈদঃ
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে চান্দিনা উপজেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল টি চান্দিনা মোকামবাড়ি থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে এসে সংক্ষিপ্ত সভায় রূপান্তর হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
বক্তারা বলেন- পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের সহনীয় পর্যায়ে রাখতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে দিনের বেলা খাবারের দোকান বন্ধ রাখতে হবে। তারা অশ্লীলতা, বেহায়াপনা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান৷
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার সহ জামায়াত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :