আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে মাস ব্যাপী কুটির শিল্প মেলা শুরু হয়েছে। চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় তাঁত বস্ত্র, বিভিন্ন হস্তশিল্প, কুটির শিল্পজাত পণ্যের স্টল, শিশু রাইডারসহ অর্ধশতাধিক স্টল স্থান পায়। মেলা উদ্বোধন করেন- চান্দিনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. অলি উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর ছাত্রদল সদস্য সচিব মো. হানিফ মুন্সী, ছাত্রদল নেতা হিমেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক আবুল কাশেম অভি, মুখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম, মো. রাব্বি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কৃষকদল সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মো. কাউছার, কাজী জুয়েল অভি, মো. কামাল হোসেন জনি, আসিফ, ইরফান, আতিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :