র‍‍্যাবের অভিযানে চান্দিনায় গণধর্ষনের ঘটনায় জড়িত আসামী নবীর হোসেন আটক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:২১ অপরাহ্ন /
র‍‍্যাবের অভিযানে চান্দিনায় গণধর্ষনের ঘটনায় জড়িত আসামী নবীর হোসেন আটক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
ঃর‌্যাবের -১১, সিপিসি-২ কুমিল্লার চান্দিনা উপজেলার কালিয়ারচর রবির পরিত্যক্ত গরুর ফার্মে গণধর্ষণ এর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চান্দিনা থানায় ০৩ জনের নাম উল্লেখ পূর্বক একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখ দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ ও র‌্যাব-৭ এর একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০৩ নং আসামী মোঃ নবীর হোসেনকে আটক করে। আটক নবীর হোসেন(২০) চান্দিনা উপজেলার কালিয়ারচর গ্রামের আঃ খালেকের ছেলে।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার,মাহমুদুল হাসান বলেন, ভিকটিম (২০) এর সাথে ০১ নং আসামী বোরহান এর টিকটক এর মাধ্যমে পরিচয় এবং তাদের মধ্যে একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামী বোরহান সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনার দিন ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। ভিকটিম সেখানে গেলে গ্রেফতারকৃত আসামীসহ তার অন্য দুজন সহযোগী ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। আসামীরা উক্ত ঘটনা সর্ম্পকে কাউকে কিছু জানালে মোবাইলে ধারনকৃত ধর্ষণের ভিডিও ফেসবুকের মাধ্যমে প্রচার করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে ভিকটিম তার পরিবারকে উক্ত ঘটনা সম্পর্কে জানালে ভিকটিমের মা বাদী হয়ে চান্দিনা থানায় গণধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আসামীসহ অন্যান্য আসামীরা গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায়।