নিজস্ব প্রতিবেদক;
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ১১কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সহকারী উপপরিদর্শক মিজানুর রহমানে নেতৃত্বে ২৩ ডিসেম্বর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
এসময় আলেখারচর বিশ্বরোডস্থ নাইমুল ফিলিং স্টেশন এর সামনের মহাসড়কে ঢাকামুখী লেনে চৌদ্দগ্রাম ট্রান্সপোর্ট বাস তল্লাশী করে ৪ কেজিগাঁজাসহ কাকলী আক্তার(৩২) কে আটক করা হয়। আটককৃত আসামি কাকলী আক্তার(৩২) ফরিদপুর জেলার সালথা উপজেলার বারখাদিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।
একই দিন পৃথক আরেকটি অভিযানে মায়ামি রিসোর্ট-২ এর সামনে নোয়াখালী থেকে ঢাকাগামী কে কে ট্রাভেলসের একটি বাসে তল্লাশী চালিয়ে মো: শরিফ মিয়া(৩৩) নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭কেজি গাঁজা উদ্বার করে ডিএনসির অভিযানিক দল। আটককৃত মো: শরিফ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শীতলীয়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে।
ডিএনসি কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে। আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :