চান্দিনার সব্দলপুরে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদে শান্তিপূর্ণ র্যালি
Abu Sayeid প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ০
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্ৰামে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদে শান্তিপূর্ণ র্যালি করেছে গ্ৰামের সর্বস্তরের জনগণ।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সব্দলপুর গ্ৰামের মোল্লা বাড়ি মসজিদ সংলগ্ন বালুর মাঠ থেকে র্যালি বের হয়ে গ্ৰামের বিভিন্ন বাড়ি, পাড়া, মহল্লা ও ইলিয়টগঞ্জ থেকে বড়াইয়া কৃষ্ণপুর সড়ক হয়ে ইলিয়টগঞ্জ পূর্ব বাজার সিএনজি স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় ওই বালুর মাঠে গিয়ে শেষ হয়।
এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, মো. শিমুল হাজারী, সাবেক মেম্বার ফারুক স্বর্ণকার, মো. আবুল হাসেম, শওকত হোসেন প্রমুখ র্যালিতে অংশগ্রহণ করেন।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নূরুল হুদা জানান, র্যালির বিষয়ে কেউ আমাকে জানায়নি। আগামী ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় থানা পুলিশ ওই গ্রামে আইন শৃঙ্খলা, যৌতুক নির্মূল, বাল্যবিবাহ বন্ধে সভার আয়োজন করেছে। আর মাদকের বিরুদ্ধে আমাদের তথ্য দিলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :