অনুমতি ছাড়াই জিডির সাক্ষী, এবার উপাচার্যপন্থি প্রাধ্যক্ষের পদত্যাগ


admin প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ন /
অনুমতি ছাড়াই জিডির সাক্ষী, এবার উপাচার্যপন্থি প্রাধ্যক্ষের পদত্যাগ

কুবি প্রতিনিধি:

গত ২৮ এপ্রিল শিক্ষকদের উপর হামলা করে ৬ জন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ (জিডি) করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তবে অনুমতি ছাড়াই শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহেদুর রহমানকে জিডির সাক্ষী বানানোর ফলে পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) হল প্রাধ্যক্ষ সাহেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগপত্র সূত্রে এ বিষয়টি জানা যায়৷

পদত্যাগপত্রে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চলাচলে যে সংকট তৈরি হয়েছে তা দিনদিন আরও ঘনীভূত হচ্ছে। সেক্ষেত্রে আমি বর্তমান প্রশাসনের অংশ হিসেবে উক্ত সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারায় উক্ত পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এখানে আমি কাজ করতে স্বস্তিবোধ করছি না। আমার অনুমতি ছাড়াই আমাকে উপাচার্য থানায় যে অভিযোগ করেছেন সেখানে সাক্ষী বানানো হয়েছে। তাই আমি পদত্যাগ করেছি।