নিজস্ব প্রতিবেদকঃ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল শুক্রবার নগরীর রাজগঞ্জ মক্কা টাওয়ারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি একুশে টিভির হুমায়ূন কবির রনীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ এর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, সংগঠনের সহ-সভাপতি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, সহ-সভাপতি যমুনা টিভির ব্যুারো প্রধান রফিকুর ইসলাম চৌধুরী খোকন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, এম ফিরোজ মিয়া, সংগঠনের সহসাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান মজুমদার, অর্থ সম্পাদক দীপ্ত টিভির শাকিল মোল্লা, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টুসহ অন্যরা।
সভায় শুভেচ্ছা বক্তব্য ও সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্বাহী সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এখন টিভির কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ। ধন্যবাদ বক্তব্য দেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদুর রহমান।
এছাড়া ইফতার মাহফিলে বিটিভির সাবেক জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, সাংবাদিক জহিরুল হক বাবু, টিভি ক্যামেরাপারসন এসোসিয়েশনের সভাপতি রাজিবসহ কুমিল্লার কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ ও ক্যামেরাপারসনবৃন্দ অংশ গ্রহন করেন।
ছবিঃ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সভা ও ইফতার।
আপনার মতামত লিখুন :