কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামের দরকার নাই : আসিফ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৬:৪৪ পূর্বাহ্ন /
কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামের দরকার নাই : আসিফ

সরকারের নীতিনির্ধারকরা অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে, দেশের বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ করা হবে।

সরকারের ব্যয় সংকোচ নীতির কারণে নতুন দুই বিভাগ বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)। গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত নিকার এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উঠলে প্রস্তাব দুটি চলতি বছরের জন্য স্থগিত করা হয়। ফলে এ বছর হচ্ছে না পদ্মা-মেঘনা বিভাগ।

এদিকে সরকারের নীতিনির্ধারকরা ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে বিভাগ করার ঘোষণা দেয়ার পরে অনেকে দ্বিমত পোষণ করেন। কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগের বিষয়টি আলোচনায় আসলে অনেকে দাবি করেন ‘কুমিল্লা’ নামেই যেন বিভাগ হয়। এবার এই কাতারে দাঁড়ালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বাংলা সংগীতের যুবরাজ লেখেন, “আজ ৮ই ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। পথিকৃৎ কুমিল্লা নামেই বিভাগ চাই, অন্য নামের দরকার নাই। ভালোবাসা অবিরাম…।”

প্রসঙ্গত, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ করার প্রস্তাব করা হয়েছে।