চবির পঞ্চগড় স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলো যারা


Simul Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন /
চবির পঞ্চগড় স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলো যারা

চবির পঞ্চগড় স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলো যারা 

নবনির্বাচিত সভাপতি সোহাগ আলম ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম

হিমালয়ের কন্যা নামে খ্যাত পঞ্চগড়—বাংলাদেশের সর্বউত্তরের জেলা, যেখানে স্বচ্ছ দিনে চোখ মেলে দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। নদী, চা-বাগান আর ঐতিহ্যের মাটির সেই জনপদ থেকে উঠে আসা একঝাঁক মেধাবী শিক্ষার্থীর হাতেই ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্ট’স এসোসিয়েশন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বিকাশের অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে।

কমিটি ঘোষণা শেষে এসোসিয়েশনের উপস্থিত সদস্যদের নিয়ে একটি সম্মিলিত স্থিরচিত্র

এই ধারাবাহিকতায় শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৫) এক আনন্দঘন পরিবেশে ঘোষণা করা হয় সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)। দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় ভিন্নধর্মী চড়ুইভাতি ও কুইজ প্রতিযোগিতা, যেখানে পঞ্চগড়ের শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করে।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী  মো: সোহাগ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী মো: খোরশেদ আলম।

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী —

মো: মামুন হক,সাকিব হক, মুন্না হক,জাহিদ হাসান,মুস্তাফিজুর রহমান,মাহমুদুল হাসান শোভন,সাব্বির জামান,সাদেকুল ইসলাম,সুমন রানা,রাজ নারায়ণ,কাউছার ইবনে দেলোয়ার,আদর আহমেদ,তপু বর্মণ,তোফায়েল আহমেদ,জামিউল ইসলাম জিল্লুর এবং মিলন সরকার।

নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন পঞ্চগড় স্টুডেন্ট’স এসোসিয়েশন এর সাবেক সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো: শাহিন (সোহান)। এসময় তারা নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, শুধু একাডেমিক পড়াশোনায় ভালো করার দিকেই নয়, বরং ভিন্নধর্মী কারিগরি দক্ষতা ও জীবনদক্ষতা বৃদ্ধির দিকেও মনোযোগী হতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এ কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সহায়ক নানা কার্যক্রম পরিচালনা করবে।

 

উল্লেখ্য,  প্রতিষ্ঠার পর থেকে পঞ্চগড় স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ জাগ্রতকরণ, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।