নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সদর দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে ২০০ জন A+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মহিউদ্দিন রনি এবং সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। শুধু মেধা নয়, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে আসলেই তারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আপনাদের মত মেধাবীদের হাত ধরেই এইদেশ সমৃদ্ধির শিখরে পৌঁছবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পরে A+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :