মো: আব্বাস আলী:
কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দলিলভুক্ত জমিতে জোরপূর্বক হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার (১৩ জুলাই) কোটবাড়ি বিশ্বরোডে শান্তিপূর্ণ মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক মজুমদার জানান, উক্ত জমিটি তাদের নিজস্ব মালিকানাধীন। জমি দখল সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা হলে, দুই দফায় রায় বিদ্যালয়ের পক্ষে আসে। তবে অভিযুক্ত শাহজাহান হোটেল কর্তৃপক্ষ হাইকোর্ট থেকে ছয় মাসের স্থগিতাদেশ এনে রাতের আঁধারে জমি ভরাট করে দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :