বাঞ্ছারামপুরে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার


admin প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন /
বাঞ্ছারামপুরে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক দুটি অভিযানে ৪শ পিস ইয়াবা, ৬ কেজি গাজা, মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) উভয় অভিযানে মোট ৫ জনকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রবোধ চন্দ্র দাস এবং আরিফুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ছয়ফুল্লাকান্দি ও আইয়ুবপুর হতে মাদক কারবারি বাপ্পি মিয়া, সোহেল মিয়া, মাজেদা বেগম, তাসলিমা বেগম, ফয়সাল মিয়াকে ৪শ পিস ইয়াবা, টাকা ও গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, মাদকের ব্যপারে আমরা জিরো টলারেন্সে আছি। আজ গভীর রাতে খবর পেয়ে মডেল থানা পুলিশ মাদকসহ ৫ আসামিকে দুটি অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সবাইকে মাদক মামলায় আসামি করা হয়েছে।