জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনবে- ব্যারিস্টার যোবায়ের


admin প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন /
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনবে- ব্যারিস্টার যোবায়ের

নিজস্ব প্রতিনিধি:

এবি পার্টি কুমিল্লা জেলা ও মহানগরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে। 

২০২০ সালের ২ মে করোনাকালীন সময়ে এবি পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। দলটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এবি পার্টি কুমিল্লার প্রধান উপদেষ্টা কর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, আবুল কালাম মাহমুদ সরকার তানভীর বিদ্যুৎ জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, এবি পার্টি, সদস্য, শ্যাডো অ্যাফেয়ার্স কমিটি, গৃহায়ন ও গণপূর্ত, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম রতন। 

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী। দলীয় স্মৃতিচারণ করেন ২ নং দুর্গাপুর ইউনিয়ন আহ্বায়ক মাছুম বিল্লাহ তুহিন, কাজী বেলাল হোসাইন, মহিলা নেত্রী সোনিয়া আক্তার, ১৭ নং ওয়ার্ডের আহ্বায়ক গাজী জসিম উদ্দিন, জেলা যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া রাসেল, ব্রাহ্মণপাড়ার সমন্বয়ক গাজী মোসলেম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর যুগ্ন আহবায়ক আব্দুস সালাম শাহিন, ব্রাহ্মণপাড়ার সহ-সমন্বয়ক জাকির হোসেন ভূঁইয়া, ১৬ নং ওয়ার্ড আজাদ সরকার লিটন, ১৫ নং ওয়ার্ড আহ্বায়ক তোহিদুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রায়হান, ১৭ ওয়ার্ড যুগ্ন আহবায়ক হিরন মিয়া, আলমগীর হোসেন, পেয়ার আহমেদ, মনু মিয়া, সদস্য সচিব রুবেল আহমেদ সেন্টু, ৮ নং ওয়ার্ড আহবায়ক নাজমুল হুদা, সদস্য সচিব শ্রীমান দেবনাথ, সেলিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম সরোয়ার বাচ্চু, সালেহ ইব্রাহিম, কবি শিপন হোসেন মানবপ্রমূখ।

এর আগে বিকাল ৪ টায় এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। যা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল ইনস্টিটিউটে এসে শেষ হয়।