বর্নাঢ্য আয়োজনে তিতাসে পালিত হল মে দিবস


admin2 প্রকাশের সময় : মে ২, ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন /
বর্নাঢ্য আয়োজনে তিতাসে পালিত হল মে দিবস

তৌফিকুল ইসলাম,তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ

শ্রমিক মালিক এক হয়ে,দেশ গড়বো এবার নতুন করে,শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি এই শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে মহান মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে ১০ টায় তিতাস উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে শ্রমিক নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শেষ হয়।

এই সময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এড.মোখলেছুর রহমান বলেন -শ্রমিক হচ্ছে একটি রাষ্ট্রের উন্নতির প্রধান হাতিয়ার,তাদের কঠিন পরিশ্রমই দেশের উন্নতির চাকা ঘুরে,তাই তাদের সঠিক মূল্যায়ন করতে হবে, তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে,তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে ফ্রী নাগরিক সুবিধা গুলো দিতে হবে।

এ ছাড়াও নির্মান শ্রমিক, পরিবহন, ডেকোরেটার, রং মিস্ত্রীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে তিতাস উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে তিতাস উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সীর সভাপতিত্বে সেক্রেটারি মু.মফিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা জেলা উত্তরের শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মতিন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলের-শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার নায় তাদের কর্মের মূল্য দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সন্তানদের ফ্রী শিক্ষার ব্যবস্থা করতে হবে, ফ্রী চিকিৎসা করতে হবে,কর্ম সময় ও তাদের মজুরি সঠিক নির্ধারণ করতে হবে,

এই সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সালাউদ্দিন সরকার, শাহাদাৎ হোসাইন,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন

আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।