পারভেজ হত্যার প্রতিবাদে তিতাসে ছাত্রদলের বিক্ষোভ


admin2 প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন /
পারভেজ হত্যার প্রতিবাদে তিতাসে ছাত্রদলের বিক্ষোভ

তৌফিকুল ইসলাম, তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ

ঢাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে তিতাস উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় গৌরীপুর হোমনা সড়ক উপজেলা পরিষদ গেইট থেকে বিক্ষোভ মিছিল করে কড়িকান্দি বাজারে গিয়ে প্রতিবাদ সভা করে তিতাস উপজেলা ছাত্রদল।

এই সময় তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবু বলেন- জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই,জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ হত্যাকান্ডের বিচারের দাবিতে তিনি বলেন, ‘দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।’

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক -মোহাম্মদ রাসেল রহমান,যুগ্ম আহবায়ক তানভীর নুর,যুগ্ম আহবায়ক মেহেদি প্রধান,সাবেক কড়িকান্দি সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মোল্লা ও মাহফুজ সওদাগর, আরমান রাকিব,মেহেদী,রিফাত,ইয়াছিন,শান্ত প্রমূখ।