নিজস্ব প্রতিনিধি:
২০২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনে ও সাংবাদিকদের উপর হামলাকারী ৫টি মামলার আসামি ছাত্রলীগ নেতা তৌহিদ রেজা আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ এপ্রিল রাত ১টা ৩০মিনিটে কুমিল্লা ইপিজেডের সামনে থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়,তৌহিদ রেজা আকাশ বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। সম্প্রতি, ছাত্র আন্দোলনে হামলা চালানোর ঘটনায় তার নাম উঠে আসে। আন্দোলনের শান্তিপূর্ণ পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তৌদিহ রেজা আকাশ এবং তার সহযোগীরা সহিংসতা সৃষ্টি করে।
এই ঘটনার পর ছাত্ররা ও সাধারণ জনগণ নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তৌহিদ রেজা আকাশকে গ্রেফতার করে এবং তাকে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, আকাশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে আরও তদন্ত চালানো হবে।
এদিকে, আন্দোলনকারীরা গ্রেফতারের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আশা করছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে সহিংসতার ঘটনা কমাবে।
আপনার মতামত লিখুন :