সৌরভ লোধ,বরুড়া:
দীর্ঘ ৩ মাস বরুড়ায় নির্বাহী অফিসার না থাকায় দিন রাত কষ্ট করে কাজ করেছেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।
দীর্ঘ অপেক্ষার পালা শেষ হয়ে বরুড়া উপজেলায় যোগদান করেন নবাগত নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা ।
নবাগত নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা(বরুড়া), ও নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহী অনুপম (লালমাই),মহোদয়ের যোগদান উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ মহোদয়ের পক্ষ থেকে বরুড়া অফিসার্স ক্লাব অফিসে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরন করা হয়।
জানা যায় আগে তিনি বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ মঙ্গলবার সরকারিভাবে বরুড়ায় ইউএনও হিসেবে যোগদান করবেন।
নবাগত ইউএনও দের বরণ করার সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজহারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সায়েম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, সহ কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রদিপ,সহ যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য নেতৃবৃন্দ।