নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মাজারুল ইসলাম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানে কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তারা ইনস্টিটিউটে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :