কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ শিক্ষকের উপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। ওই দাবি জানিয়ে তারা কুমিল্লা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক পৃথক স্মারকলিপি দিয়েছেন। চান্দিনা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় চান্দিনা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিমাই চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কেরণখাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ চন্দ্র দেবনাথ, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :