আবু সাঈদ:
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন মানবতা এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চান্দিনা মহিলা কলেজ ক্যাম্পাসে ওই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকে ১০০ জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করে তালিকাভুক্ত করেছে সংগঠনটি। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এসব রক্তদাতাদের থেকে বিনামূল্যে রক্ত নিয়ে রোগীদের প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী।
চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, সদস্য জুবায়ের, বাছির, আয়শা, দুর্জয়, নাইম, সাকিব, মুশফিক, পাভেল, শুভ, লিজা, রোমান, ফারিয়া, তিশা প্রমুখ।
আপনার মতামত লিখুন :