নিজস্ব প্রতিনিধি:
স্বামীর স্বীকৃতি পেতে কাজল রেখা নামের এক যুবতী নারীর আর্তনাদ ও স্বামীর স্বীকৃতি পেতে আইনের দ্বারপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
জানাগেছে, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় এলাকার কাজল রেখার সাথে একই উপজেলার দিসাবন্দ গ্রামের এনায়েত উল্লাহ’র ছেলে আশরাফুল ইসলামের সাথে গেলো চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সেই প্রেমের সম্পর্ক বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বিয়ে করার আশ্বাসে বিভিন্ন সময়ে টাকা পয়সাও হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এনং বিয়ের কথা বললে নানান অজুহাত দেখায় আশরাফুল।
নিরুপায় হয়ে কাজল রেখা বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করনে।
বিষয়টি টের পেয়ে প্রেমিক আশরাফুল নিজেকে রক্ষা করতে গেলো সেপ্টেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও কোনভাবেই এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। স্বামীর স্বীকৃতি পেতে হলে গুনতে হবে পাঁচ লাখ টাকা যৌতুক। না হলে বউ হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় অভিযুক্ত আশরাফুল ইসলাম। কিন্তু এতো টাকা যৌতুক দিতে না পারায় স্ত্রী’র মর্যাদা পাচ্ছেন কাজল রেখা।
কোন উপায়ান্তর না দেখে তিনি আবারো আইনের শরণাপন্ন হয়েছে। যাতে সুষ্ঠু তদন্ত ও সুবিচার পেতে পারেন তিনি।
ওই ভুক্তভোগী নারী আরো জানান, কেউ যদি তাকে দেখে থাকে তাহলে তাকে অবগত করার জন্য অনুরোধ। শুধু মাত্র স্বামীর অধিকার পেতে আসহায়ের মতো ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন এই অসহায় নারী।
এদিকে অভিযুক্ত আশরাফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
আপনার মতামত লিখুন :