শারমিন ইসলামের গানের জগতের গল্প


admin প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৬:৩১ পূর্বাহ্ন /
শারমিন ইসলামের গানের জগতের গল্প

কুমিল্লার মেয়ে শারমিন ইসলাম। ময়না নামেই অধিক পরিচিত। বাবা মফিজুল ইসলাম পেশায় ব্যবসায়ী ছিলেন। মা হাসনা বেগম ইসলাম গৃহিণী। দুই বোনের মধ্যে তৃতীয় তিনি। বাবার প্রেরণায় সঙ্গীত ভুবনে যুক্ত হন। ছেলেবেলায় জাহানারা বেগমের কাছে তার সংগীতের হাতেখড়ি।
ময়না ছোটবেলায় অনেক কিছু হবেন ভাবতেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতো তার ভাবনাগুলো। কিন্তু কখনও ভাবেননি নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু পরিবারে নিয়মিত চর্চা হতো সংগীতের। সংগীতচর্চার ভেতর ডুবে থাকতেন তিনি। সংগীত গুরু ওয়াহিদুল হক এক সাক্ষাৎকারে শারমিন সাথী ইসলামকে মূল্যায়ন করেন ঠিক এভাবে- ‘…আমার জীবনে সুযোগ হয়েছে সহস্রাধিক সঙ্গীতার্থী ছেলে-মেয়েকে গানে অনেকদূর ঠেলে দেয়ার। কত যে ভাব-প্রতিভা পেয়েছি কিশোর-কিশোরীদের মধ্যে। কিন্তু ময়না তাদের সবার আগে।
খুব কাছ থেকেই বর্তমান প্রজন্মের নজরুলসংগীত শিল্পীদের দেখতে পাচ্ছেন শারমিন ইসলাম। তিনি বলেন, গানের প্রতি নতুন ছেলে-মেয়েদের আগ্রহ আছে। এখন তো আমাদের রিসোর্স অনেক বেশি। ইউটিউবে নজরুলের প্রচুর অপ্রচলিত গান পাওয়া যায়, রেকর্ড আছে, স্বরলিপি আছে। সবাই এ গানগুলো তুলতে চায়, শিখতে চায়।