যথাযোগ্য মর্যাদায় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন /
যথাযোগ্য মর্যাদায় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইবনে তাইমিয় স্কুল এ্ড কলেজ আয়োজন করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২৬শে মার্চ মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী ইনচার্জ শাহাদাত হোসেনের সঞ্ছালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

এই সময় তিনি বলেন – স্বাধীনতার প্রকৃত স্বাধ পেতে হলে আদর্শ নাগরিক তৈরির বিকল্প নেই। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী ইনচার্জ আবু আকমান মাসুদ মজু: ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক মজুমদার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষ ভাগে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।