তৌফিকুল ইসলাম, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন শাখা যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল ৫:৩০ঘটিকায় উপজেলার সদর কড়িকান্দি বাজারে তিতাস উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
এতে কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি ডা.মো: শাহাবুদ্দিন ও তোফায়েল আহম্মেদ কে সাধারন সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ
প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যুবকদের দ্বারাই দেশকে পরিবর্তন করা সম্ভব।তাই দেশকে সঠিক ভাবে গড়াতে হলে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাৎ হোসাইন,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন যুব বিভাগের উপদেষ্টা মনির হোসেন,উপদেষ্টা মোশাররফ হোসেন সহ এসময় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :