বাইউস্ট ল’ ক্লাবের উদ্যোগে গণতন্ত্র: তত্ত্ব থেকে প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন /
বাইউস্ট ল’ ক্লাবের উদ্যোগে গণতন্ত্র: তত্ত্ব থেকে প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি;
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) ল’ ক্লাবের উদ্যোগে গণতন্ত্র: তত্ত্ব থেকে প্রয়োগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

ল’ ক্লাবের উপদেষ্টা ও আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলীমুল হায়দারের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কো-এডভাইজর ও সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা করিম এবং প্রভাষক মো. শামীম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে মো. শামীম আহমেদ বলেন, “গণতন্ত্র একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দেশ চায় তাদের শাসনব্যবস্থা গণতান্ত্রিক হোক। আমাদের সংবিধান অনুযায়ী জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন গণতন্ত্রের মূল চেতনা। কিন্তু বাস্তবতায় এর প্রতিফলন কতটা দেখা যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে।”

ড. জান্নাতুল ফেরদৌস তার বক্তব্যে গণতন্ত্রের ১২টি মূল উপাদান তুলে ধরে বলেন, “বাংলাদেশে জুলাই মাসে কোটাব্যবস্থা নিয়ে গণঅভ্যুত্থানের পটভূমি আমাদের শিক্ষা দেয় যে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে। এ ধরনের আন্দোলন গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষাকে তুলে ধরে এবং একটি সুষ্ঠু প্রশাসনিক কাঠামোর প্রয়োজনীয়তা স্পষ্ট করে।”

আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলীমুল হায়দার তার বক্তব্যে বলেন, আমাদের বক্তা গণতন্ত্রের তত্ত্ব ও প্রয়োগ নিয়ে অত্যন্ত স্পষ্ট এবং গভীরভাবে আলোচনা করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জ্ঞানচর্চায় সহায়ক হবে।”

কর্মশালার শেষে ল’ ক্লাবের পক্ষ থেকে ড. জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ড. মো. নাঈম আলীমুল হায়দার, মোছাঃ রেজওয়ানা করিম এবং মো. শামীম আহমেদ উপস্থিত ছিলেন।