আবু সাঈদঃ
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দেবিদ্বার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দেবিদ্বার উপজেলা বরকামতা ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার বাগুর মেডিকেল পাড়ার মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক এডভোকেট আবু মুছা ভুঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃজাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান,উপজেলা বিএনপির সদস্য মোঃ অহিদুর রহমান,উপজেলা বিএনপির সদস্য শাহ আলম ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল এর সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপি শাহীন, কুমিল্লা উত্তর জেলা যুবদল এর সভাপতি মোঃ নুরুজ্জামান, দেবিদ্বার উপজেলা যুবদল এর সাধারণ সম্পাদক মোঃরকিবুল হাসান রাকিব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক আকিবুল আলীম, ১৫ নং বরকামতা ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ড এর বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, জাসাস, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি উক্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি অ্যাডভোকেট আবু মুসা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক,সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাইনুদ্দিন ভূঁইয়াকে নির্বাচিত
করে আগামী দুবছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ঠ দেবিদ্বার উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন।
আপনার মতামত লিখুন :