চান্দিনায় মাদক ও নেশাদ্রব্যসহ সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা


admin2 প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন /
চান্দিনায় মাদক ও নেশাদ্রব্যসহ সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় সব্দলপুর গ্ৰামে চলমান মাদক, নেশাদ্রব্য সহ সকল সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্ৰামবাসীর আয়োজনে ও আলোকিত সব্দলপুর নামের সামাজিক সংগঠন এর বাস্তবায়নে মোল্লাবাড়ি সংলগ্ন মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রামটিকে মাদকদ্রব্য সহ সকল সামাজিক অবক্ষয় রোধে অঙ্গীকার করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সহযোগিতা কামনা করেন।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহমেদ দেওয়ান কৌশিক।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল বাতেন মুন্সী, মো. জসিম উদ্দিন, সমাজ সেবক মো. দেলোয়ার হোসেন মোল্লা, বাতাঘাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজ প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ সহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।