কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ কে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে কলেজ এসে শিক্ষার্থীরা অধ্যক্ষকে আটকের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল।
জানা যায়, গত বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজ কে তার কুমিল্লার বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।পরদিন ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া একটি মামলায় মামুন পারভেজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মানববন্ধনে চান্দিনা মহিলা কলেজ এর একাধিক শিক্ষার্থী বলেন, কোন প্রকার মামলা ছাড়াই কলেজ অধ্যক্ষকে আটক করে ডিবি পুলিশ। এর আগে আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মোটা অংকের টাকা আদায় করার পরও মামলা দিয়ে কারাগারে পাঠায়। এসব ঘটনায় আমাদের মধ্যে উৎকন্ঠা কাজ করছে।পড়াশোনায় মনোযোগী হতে পারছিনা।মনে হচ্ছে আমাদের কলেজ নিয়ে একটি চক্র মেতে উঠেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যাহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চাই।
এদিকে কলেজ অধ্যক্ষসহ একই কলেজের দুইজনকে পরপর গ্রেফতারের ঘটনায় চান্দিনা মহিলা কলেজ এর শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষকরা বলছেন, শিক্ষকদের এভাবে লাঞ্ছিত করে সম্মানহানি করা নিন্দনীয় কাজ।এই সমস্যার দ্রুত সমাধান চান তারা।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ আটকের ব্যাপারে কোন মামলা না হওয়ায় অধ্যক্ষের মুক্তির ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলাম।এখন মামলা হওয়ায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবে সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি।
তিনি আরও বলেন, হুট করে দপ্তরের সামনে এসে আন্দোলন করাটা দুঃখজনক। শান্তিপূর্ণ পরিবেশে মহাসড়ক,উপজেলা চত্বর এলাকা ছাড়া অন্য জায়গায় তারা আন্দোলন করতে পারে।
আপনার মতামত লিখুন :