পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের মানববন্ধন


admin প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন /
পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জামায়াতের কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারীর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, এডভোকেট নাসির আহমেদ মোল্লা প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরী হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।

অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। প্রয়োজনে পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান।