তিতাসে মিথ্যা প্রোপাগান্ডার শিকার ছাত্রদল নেতা আল-আমিন হক বাবু; থানায় অভিযোগ


admin2 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন /
তিতাসে মিথ্যা প্রোপাগান্ডার শিকার ছাত্রদল নেতা আল-আমিন হক বাবু; থানায় অভিযোগ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: আল-আমিন হক বাবুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একদল কুচক্রীমহল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ভাবে এই অপপ্রচার চালিয়ে চাচ্ছে বলে অভিযোগ করেন আল-আমিন হক বাবু।

এক অভিযোগে আল-আমিন হক বাবু বলেন, সম্প্রতি উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী নিয়ে আক্তার বেপারী ও মাজেদুল ইসলাম মিন্টুর মধ্যে বিরোধ চলছে, এবিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মতামত প্রকাশ করলে অত্র ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের রুহুল আমিন ও নজরুল ইসলামসহ তার সাঙ্গপাঙ্গর মাধ্যমে নানা ভাবে হুমকি প্রদান করে। এছাড়া রুহুল আমিন নামে একজন প্রতারক ১০ লাখ টাকা চাঁদার অপবাদ দিয়ে মিথ্যা বানোয়াট ও গুরুচিপূর্ণ কথা লিখে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের হোয়াটসঅ্যাপ, ইমু ও মেসেঞ্জারে পাঠিয়ে রাজনৈতিক ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এছাড়াও এই চক্রটি আমাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হতে অপসারণ করারসহ হত্যার হুমকি প্রদান করে।

আল-আমিন হক বাবু আরো বলেন, শুধু এই চক্রটি নয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে আমাকে ডিবি পুলিশের মাধ্যমে গুম করার চেষ্টা করে এবং রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মাদক, চাঁদাবাদিসহ নানা অভিযোগ তুলে তিতাস থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন আরো কয়েকটি কুচক্রীমহল। যা বার বার মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। তবে বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমার উপজেলা সদস্য সচিব পদটি অপসারণ করার জন্য উঠেপড়ে লেগেছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে সুদৃষ্টি কামনা করছি।

জানা যায়, আল-আমিন হক বাবু স্কুল জীবন থেকে বিএনপিকে ভালোবেসে ও জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হোন। এরপর তার দক্ষ সাংগঠনিক ক্ষমতায় দায়িত্ব পান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, কড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক। বর্তমানে সফল ভাবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের একাধিক হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হন তিনি। এবং দলের ক্লান্তিকালে আন্দোলন, সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ছিলো রাজপথে। সভা-সমাবেশে নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সহ বিভিন্ন দুর্যোগকালীন সময়, কৃষকের ধান কাটা ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে ছিলো আল আমিন হক বাবু। তার জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন মহলে।