তৌফিকুল ইসলাম, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় গার্ডিয়ান লাউঞ্জ চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলা শাখা,অভিভাবকদের জন্য বসার জায়গা, খাবার পানি ও জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ইসলামিক বই ব্যবস্থা করেছে।একই সঙ্গে গরমের কষ্ট লাঘবে রোদ থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থাও রাখা হয়েছে। উপজেলারর ৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলোতেও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সুবিধাভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, শিবিরের এমন উদ্যোগ সত্যিই দারুণ,তারা ছাত্রদের প্রয়োজনের কথা চিন্তা করে গার্ডিয়ান লাউঞ্জ করেছেন,ছাত্রদের কল্যাণে শিবিরের এমন কার্যক্রম চলমান থাকুক, অনেকে স্যালাইন,কেউ আবার কলম,কেউ এক্সামের স্কেল নিয়ে নিচ্ছে,যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন।
পরীক্ষার্থীদের সাথে পরীক্ষাকেন্দ্রে আসা কয়েকজন অভিভাবক বলেন, শিবিরের গার্ডিয়ান লাউঞ্জ থেকে আমাদের সন্তানরা তাদের প্রয়োজন মতো সুবিধা নিচ্ছে। আমরাও বসার একটা সুন্দর স্পেস পেয়েছি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম জানান, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর অভিভাবকেরা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাঁদের সুবিধার্থে আমরা বসার, খাবার পানি ও বিভিন্ন ইসলামিক বই ব্যবস্থা করেছি। রোদে কষ্ট না হয়, সে জন্য ছাউনির ব্যবস্থাও রেখেছি।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেন অভিভাবকদের জন্য অপেক্ষার সময়টা কিছুটা হলেও স্বস্তিকর হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, হোমনা-তিতাস উপজেলার সাবেক ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল বারি ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেল মাহমুদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :