নিজস্ব প্রতিনিধি:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কুমিল্লার ছেলে উদ্যোক্তা সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্টেরিয়র ডিজাইনার মোঃ সাইমুন ইসলামের প্রথম বই ‘ইন্টেরিয়র ইনসাইড’। এবারের মেলায় বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী (স্টল নং : ৪৬৯, ৪৭০)
বই প্রসঙ্গে লেখক বলেন, মার্কেট রিসার্চমতে আমাদের দেশের প্রায় ৮০% মানুষ ইন্টেরিয়র ডিজাইন কাজ শুরুর আগে পূর্ব প্রস্তুতি নেয় না, যার ফলে প্রজেক্টের খরচ বেড়ে যায়, সময় নষ্ট হয় এবং অপ্রত্যাশিত কিছু রেজাল্ট চলে আসে। ইন্টেরিয়র কাজ এখন শুধুমাত্র বোর্ডের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই, যেকোনো ইন্টেরিয়র কাজ করার আগে যথাযথ পূর্ব প্রস্তুতি নেওয়াটা জরুরী। এই বইটি পড়ার মধ্য দিয়ে একজন পাঠক জানতে পারবে কখন থেকে ইন্টেরিয়র কাজের প্রস্তুতি নিতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, ইন্টেরিয়র কাজের প্রক্রিয়াগুলো কি কি, বাজেটিং কিভাবে করবে, কিভাবে হিডেন খরচ কমাবে ইত্যাদি।
লেখক আরও জানান, এই বইটিতে কোনো জটিল আলোচনা কিংবা টেকনিক্যাল অংশ গভীরভাবে আলোচনা করা হয় নি। এটি একদমই বেসিক লেভেলের একটি বই, যেটি পুরোপুরি ক্লায়েন্ট বা সাধারণ মানুষের ভিউ থেকে লেখা হয়েছে। একজন বাড়ি বা ফ্ল্যাট মালিক যদি কাজের আগে এই বইটি পড়ে এবং সেই অনুযায়ী কাজের পদক্ষেপ নেয় তাহলে তার অতিরিক্ত খরচ বা হিডেন খরচ কমে আসবে, গ্যারান্টি।
ইঞ্জিঃ মোঃ সাইমুন ইসলাম ‘প্রোবিল্ড ইন্টেরিয়র’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। নিজ বাড়ি কুমিল্লার, কোটবাড়িতে। তিনি ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সম্পন্ন করেন এবং ISO সার্টিফাইড প্রতিষ্ঠান এক্সিন থেকে ইন্টেরিয়র ডিজাইনের উপর প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করেন। ‘শপিং টপিং’ এবং ‘প্রোলার্ন ইন্সটিটিউট’ নামে তার আরও দুটি উদ্দ্যোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :