নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা বন্ধকের মোটর বাইক ফেরত না পেয়ে এক যুবককে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) রাত সাড়ে ৬ টায় জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মাসুক মিয়া মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনা নিহত ভাই মো.জালাল(৪০),অভিযুক্ত একই গ্রামের সফিকুর রহমানের ছেলে অহিদুর রহমান(৩৫)ও মো. নাসির (২৯) পুলিশের হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতর স্ত্রী রুবি বেগম জানায়,বিগত ৫ বছর আগে মাসুক মিয়ার কাছে অহিদুরে রহমানের মোটর বাইক বন্ধক রেখে বিদেশ চলে যায়,দেশে ফিরে মোটর বাইকটি ফের চাইলে,এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় ।এছাড়া বেশ কিছুদিন ধরে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের ওহ বিরোধ চলে আসছিল।
রবিবার সন্ধ্যায় এক পর্যায়ে নাসির ও অহিদুরের বাড়ির সামনে মাসুক ও তার ভাই জালাল সাথে মারামারি সৃষ্টি হয়,এক পর্যায় অহিদুলের ছুরিকাঘাত মাসুক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে তাকে মৃত ঘোষণা করেন।
রাত ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সোহানুর ইসলাম সরকার। তিনি বলেন,ঘাতক অহিদুর দীর্ঘদিন দরে সৌদী প্রবাসী ছিল ।তাদের মাঝে পূর্ব শত্রুতা রয়েছে। মাসুক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটে । লাশ সুরতহাল করার জন্য মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন আসলে সবকিছু বলা যাবে। আরও তদন্ত করে আমরা আপনাদের বিস্তারিত জানাতে পারব। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।