চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
বাল্য বিয়ে, যৌন হয়রানী ও লিঙ্গভিত্তিক বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কুমিল্লার চান্দিনায় ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পৌরএলাকার বেলাশ্বর গ্রামে বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি এর অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার। এতে লুৎফা বেগমকে সভাপতি, পরেশ সরকার মেম্বরকে সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার সুফিয়া বেগমকে সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগমকে প্রচার সম্পাদক করে ১১ সদস্য বিশষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নিজেরা করি চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- নিজেরা করি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম। ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি লুৎফা বেগম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সুফিয়া বেগম, সুখিয়া বেগম, পরেশ সরকার, হনুফা বেগম, মোস্তফা কামাল, শিক্ষার্থী দীপ্ত দেবনাথ, নন্দিতা তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :